সদরঘাটে মর্মান্তিক সদরঘাটে মর্মান্তিক লঞ্চ ডুবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের দাবি
জনাব জামান বলেন
সদরঘাটে মর্মান্তিক লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ
করে মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের জোর দাবি জানিয়েছেন।
তিনি নিহতদের
রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের
প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
ভাষা জামান বলেন
এতগুলো তরতাজা প্রাণ কেড়ে নেয়ার মর্মান্তিক এ দুর্ঘটনায় জড়িত কান্ডজ্ঞানহীন
ও নির্দয় দোষীদের দ্রুত যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশিচত
করার দাবী জানান। একই সাথে নিহতদের পরিবারের পুণর্বাসন ও ক্ষতিপূরণ
নিশ্চিত করারও আহ্বান জানান।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।