মুকুল নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা ময়মনসিংহ জেলার সর্বজনশ্রদ্ধেয় আমীর আহম্মেদ চৌধুরী রতন (৮০) স্যার মৃত্যু বরন করেছন। তিনি সর্বমহলে রতন দা এবং রতন স্যার নামে পরিচিত ছিলেন। গতকাল রাত সোয়া ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তাঁর মৃত্যুতে পুরো ময়মনসিংহে বিষিষ্ঠ শিক্ষানুরাগী ব্যাক্তি হিসাবে জেলাতে বিশেষ পরিচিত ছিলেন তার মৃঅতে শোকের ছায়া নেমে এসেছে।
আমীর আহম্মেদ চৌধুরী রতন মুকুল ফৌজ এবং মুকুল নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। ছিলেন মুকুল ফৌজের প্রাণ পুরুষ। এছাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতির সর্বক্ষেত্রে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ দক্ষ সংগঠক। ময়মনসিংহবাসীর সুখে-দুঃখে তিনি সব সময় পাশে ছিলেন। তার প্রতিষ্ঠিতি মুকুল নিকেতন মানুষ গড়ার পাঠশালা নামে অভিহিত হয়ে ছিল। সর্বশেষ তিনি এ স্কুলের রেক্টর হিসেবে সম্মানিত ছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনি ছিলেন আহ্বায়ক।
এছাড়া প্রতিবছর বাংলা নববর্ষে দৃষ্টিনন্দন বিশাল শোভাযাত্রার আয়োজন করে তিনি দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছিলেন। শিক্ষা ক্ষেত্রে তাহার অগ্রনি ভুমিকায় জেলায় ব্যাপক প্রশংসার কুড়িয়েছিলেন।