ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের শিশু সহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুরের ইয়াকুব আলী (৫০), গাজীপুরের শ্রীপুরের জুলেখা (৭০)।এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনার সুধা (৬৭), মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), মবুধবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন টেস্টে ১২১ জন ও আরটিপিসিআর টেস্টে ৩১২জন মোট ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ১৮৭জন, নান্দাইলে ৭জন, ঈশ্বরগঞ্জে ৫জন, গৌরীপুরে ৪০জন, ফুলপুরে ১৯জন, তারাকান্দায় ১২জন, হালুয়াঘাটে ১০জন, ধোবাউড়ায় ৩জন, মুক্তাগাছায় ৩৯জন, ফুলবাড়িয়ায় ১০ জন, ত্রিশালে ৫০জন, ভালুকায় ৩৮জন ও গফরগাঁওয়ে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।