মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


অন্যকে অগ্রাধিকার দেওয়া উত্তম গুণ
প্রকাশ: ৭ মার্চ, ২০২৩, ১:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অন্যকে অগ্রাধিকার দেওয়া উত্তম গুণ

সুখে-দুঃখে একে অন্যের পাশে থাকা ইসলামের সৌন্দর্য। অভাব-অনটন থাকলেও অন্যকে প্রাধান্য দিতে পারা সফল মানুষের চরিত্র। এটা ইসলামে সর্বোত্কৃষ্ট আখলাক হিসেবে বিবেচিত। অন্যকে অগ্রাধিকার দেওয়ার বিনিময়ে মহান আল্লাহ তাআলা দুনিয়া-আখিরাতে বিপুল সওয়াব দান করবেন।

আরবিতে অগ্রাধিকার দেওয়াকে ‘ইসার’ বলে। এর শাব্দিক অর্থ হলো- স্বার্থত্যাগ, নিঃস্বার্থতা। কোনো স্বার্থ রক্ষা বা বিপদ দূরীকরণের ক্ষেত্রে অন্যকে নিজের ওপর প্রাধান্য দেওয়া বা অগ্রাধিকার দেওয়া। যাকে ভ্রাতৃত্বের চূড়ান্ত পর্যায় বলা যায়।

মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যকে অগ্রাধিকার দেওয়া বান্দাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَ الَّذِیۡنَ تَبَوَّؤُ الدَّارَ وَ الۡاِیۡمَانَ مِنۡ قَبۡلِهِمۡ یُحِبُّوۡنَ مَنۡ هَاجَرَ اِلَیۡهِمۡ وَ لَا یَجِدُوۡنَ فِیۡ صُدُوۡرِهِمۡ حَاجَۃً مِّمَّاۤ اُوۡتُوۡا وَ یُؤۡثِرُوۡنَ عَلٰۤی اَنۡفُسِهِمۡ وَ لَوۡ کَانَ بِهِمۡ خَصَاصَۃٌ ۟ وَ مَنۡ یُّوۡقَ شُحَّ نَفۡسِهٖ فَاُولٰٓئِکَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ

‘(আর এ সম্পদ তাদের জন্যও) যারা মুহাজিরদের আসার আগে থেকেই (মদিনা) নগরীর বাসিন্দা ছিল আর ঈমান গ্রহণ করেছে। তারা তাদের ভালোবাসে, যারা তাদের কাছে হিজরত করে এসেছে। মুহাজিরদের যা দেওয়া হয়েছে তা পাওয়ার জন্য তারা নিজেদের অন্তরে কোনো কামনা রাখে না, আর নিজেদের অভাব থাকা সত্ত্বেও তাদের (অর্থাৎ মুহাজিরদের) নিজেদের ওপর অগ্রাধিকার দেয়। বস্তুত যাদের হৃদয়ের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম।’ (সুরা হাশর : আয়াত ০৯)

একে অন্যকে প্রাধান্য দেওয়ার মতো সাহাবায়ে কেরামদের হৃদয়ছোঁয়া ও অশ্রুসিক্তকারী অনেক ঘটনা রয়েছে। হাদিসের সেসব বর্ণনা পড়ে তা হৃদয় দিয়ে উপলব্দি করা যায়। এতে নিজেদের জীবন সুন্দর ও অপার্থিব হবে।

তাই প্রত্যেক মুমিন বান্দার উচিত, সব সময় অন্যকে প্রাধান্য দেওয়া। অন্যকে অগ্রাধিকার দেওয়ার মনমানসিকতা তৈরি করা। বিশেষ করে সংকটময় মুহূর্তে সামর্থ্য অনুযায়ী সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করা। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুজনের খাদ্য তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট।’ (বুখারি ৫৩৯২)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহাবাদের জীবন থেকে শিক্ষা নিয়ে অন্যকে অগ্রাধিকার দেওয়ার তাওফিক দান করুন। ইসলামের এই অনন্য আখলাক ও চরিত্রে নিজেকে তৈরি করার তাওফিক দান করুন। আমিন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার
Translate »