সোমবার ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


আটঘর কুড়িয়ানায় ভিমরুলের কামড়ে আহত ২৪
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩, ৩:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আটঘর কুড়িয়ানায় ভিমরুলের কামড়ে আহত ২৪

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেয়ারাবাগানে বেড়াতে গিয়ে ভিমরুলের কামড়ে ২৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে একদল পর্যটক ট্রলারে করে আটঘর কুড়িয়ানা পেয়ারাবাগানে বেড়াতে যান। সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারটি আদমকাঠি খালের তীর ঘেঁষে যাওয়ার সময় হঠাৎ কিছু ভিমরুল তাদের আক্রমণ করে। এ সময় ভিমরুলের কামড়ে ট্রলারে থাকা ২৪ জন আহত হন। চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ শিশু ও ৮ নারী রয়েছেন।

আহত মুশফিকুর রহমান (৩০) বলেন, আমাদের ট্রলারটি খালের পাশের ঝোপ ঘেঁষে যাওয়ার সময়ে ভিমরুলের বাসায় ধাক্কা লাগে। এতে ভিমরুলগুলো ট্রলারের যাত্রীদের কামড় দেয়। এ সময় আমাদের চিৎকার শুনে আশপাশের ট্রলারে থাকা লোকজন ছুটে এসে উদ্ধার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মুশাররাত শবনব বলেন, দুপুরে কয়েক দফায় ভিমরুলের কামড়ে আহত ২৪ জনকে তারা চিকিৎসা দিয়েছেন।

উল্লেখ্য, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় রয়েছে দেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান। আটঘর কুড়িয়ানা একটি ইউনিয়নের নাম। এ ইউনিয়নের সবগুলো গ্রামে পেয়ারা চাষ হয়। এটি পেয়ারা চাষের জন্য বিখ্যাত। গ্রামগুলোর খালের তীরে রয়েছে সারি সারি পেয়ারাবাগান। পেয়ারা বেচাকেনার জন্য আটঘর কুড়িয়ানা খালে বর্ষা মৌসুমে প্রতিদিন ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ভাসমান হাট বসে। আটঘর থেকে তিন কিলোমিটার দূরে ঝালকাঠির ভিমরুলিতে রয়েছে পেয়ারার সবচেয়ে বড় ভাসমান হাট। প্রতিবছর পেয়ারার মৌসুমে পর্যটকরা পেয়ারাবাগানে বেড়াতে যান। আটঘর থেকে ভিমরুলি যাওয়ার পথে খালের পাড়ে গড়ে উঠেছে কয়েকটি পর্যটনকেন্দ্র ও পেয়ারা পার্ক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার   চট্টগ্রামের মাফিয়া ডন পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন
Translate »