সোমবার ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ওয়াই-ফাই সমস্যা হলে রাউটার রিস্টার্ট দিতে হবে কী?
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ওয়াই-ফাই সমস্যা হলে রাউটার রিস্টার্ট দিতে হবে কী?

অনলাইন নিউজ : ভিডিও দেখছেন, গান শুনছেন বা অ্যাপ ডাউনলোড করছেন- হঠাৎই ইন্টারনেট গতি কমে গেল! এমন বিরক্তিকর অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে। আসলে ওয়াই-ফাই স্লো হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন- সিগনাল দুর্বল, রাউটারের সমস্যা, নেটওয়ার্কে অতিরিক্ত চাপ কিংবা আপনার ফোনের সেটিংস। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ কৌশল মেনে চললেই গতি ফেরানো সম্ভব।

প্রথমেই চেষ্টা করুন কিছু সাধারণ সমাধান –

রাউটার রিস্টার্ট করুন: প্লাগ খুলে ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার চালু করুন। এতে অনেক সময় ছোটখাটো ত্রুটি সমাধান হয়।

ফোন রিস্টার্ট দিন: স্মার্টফোন বন্ধ করে আবার চালু করলে অনেক অদৃশ্য সমস্যার সমাধান হয়ে যায়।

ওয়াই-ফাই অন–অফ করুন: সেটিংসে গিয়ে কয়েক সেকেন্ড ওয়াই-ফাই বন্ধ রেখে আবার চালু করুন।

ডাটা টেস্ট করুন: মোবাইল ডাটা চালিয়ে দেখুন স্পিড ঠিক আছে কি না। যদি মোবাইল ডাটায় গতি ভালো হয়, তাহলে সমস্যাটা আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে।
সিগনাল শক্তিশালী করুন

রাউটারের কাছে থাকুন: যত দূরে থাকবেন, সিগনাল তত দুর্বল হবে।

রাউটার রাখুন খোলা জায়গায়: দেয়াল বা আসবাবপত্রের আড়ালে না রেখে মাঝামাঝি উঁচু জায়গায় রাখলে সিগনাল ভালো পাওয়া যায়।

এক্সটেন্ডার সিস্টেম ব্যবহার করুন: বড় বাড়ি বা একাধিক ফ্লোরে থাকলে এগুলো ব্যবহার করলে সব জায়গায় সমান সিগনাল পাওয়া যাবে।
ইন্টারফেরেন্স কমান

অন্যান্য ডিভাইস দূরে রাখুন: মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন কিংবা বেবি মনিটরের মতো ডিভাইস অনেক সময় ওয়াই-ফাই সিগনালে বাধা দেয়।

৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করুন: ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে ভিড় বেশি থাকে। আপনার ফোন সমর্থন করলে ৫ গিগাহার্টজ বেছে নিন।

নেটওয়ার্কে ভিড় নিয়ন্ত্রণ করুন

হেভি ইউজ কমান: একসাথে সবাই যদি ভিডিও স্ট্রিম করে, গেম খেলে বা বড় ফাইল ডাউনলোড করে, তবে নেট স্লো হবেই। প্রয়োজনে ইন্টারনেট প্ল্যান আপগ্রেড করুন।

পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলুন: কফিশপ বা এয়ারপোর্টে ভিড়ের কারণে নেটওয়ার্ক খুব স্লো হয়। সেখানে মোবাইল ডাটা ব্যবহার করা ভালো।

আইওটি ডিভাইস ম্যানেজ করুন: স্মার্ট টিভি, ক্যামেরা, সেন্সর ইত্যাদি বেশি থাকলে সেগুলো প্রচুর ব্যান্ডউইথ খরচ করতে পারে।
ফোনের সেটিংস দেখুন

ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন: অনেক অ্যাপ অজান্তেই ডাটা খরচ করে।

সফটওয়্যার আপডেট দিন: ফোন বা অ্যাপ আপডেট না থাকলে স্পিড কমে যেতে পারে।

ক্যাশ ক্লিয়ার করুন: অ্যান্ড্রয়েডে Settings > Apps > Clear Cache এবং আইফোনে Safari বা অ্যাপ ডেটা ক্লিয়ার করুন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য

ব্যাটারি সেভার বন্ধ করুন।ডাটা সেভার অপশন অফ করুন।

আইফোন ব্যবহারকারীদের জন্য

ওয়াই-ফাই নেটওয়ার্ক ‘Forget’ করে আবার কানেক্ট করুন।
Settings > General > Reset > Reset Network Settings থেকে নেটওয়ার্ক রিসেট করুন।
Location Services থেকে Networking & Wireless বন্ধ করতে পারেন।

আরো যা করতে পারেন

ভিপিএন ব্যবহার করলে সাময়িকভাবে বন্ধ করে টেস্ট করুন।
রাউটার অনেক পুরনো হলে নতুন রাউটার কেনা জরুরি।
প্রয়োজনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন।
স্পিড টেস্ট অ্যাপ দিয়ে সমাধানের পর গতি যাচাই করে নিন।

স্লো ওয়াই-ফাই বিরক্তিকর হলেও সহজ কিছু টিপস মেনে চললেই সমাধান পাওয়া সম্ভব। রাউটার বা ফোন রিস্টার্ট থেকে শুরু করে সঠিক জায়গায় রাউটার বসানো, ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা কিংবা ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার- সব মিলিয়ে আপনার নেট আবার দ্রুত হয়ে উঠতে পারে। তবুও সমস্যা থেকে গেলে নতুন রাউটার বা ভালো ইন্টারনেট প্যাকেজ বিবেচনা করতে হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার   চট্টগ্রামের মাফিয়া ডন পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন
Translate »