অনলাইননিউজ: ভিডিও দেখছেন, গান শুনছেন বা অ্যাপ ডাউনলোড করছেন- হঠাৎই ইন্টারনেট গতি কমে গেল! এমন বিরক্তিকর অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে। আসলে ওয়াই-ফাই স্লো হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন- সিগনাল দুর্বল, রাউটারের সমস্যা, নেটওয়ার্কে অতিরিক্ত চাপ কিংবা আপনার ফোনের সেটিংস। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ কৌশল মেনে চললেই গতি ফেরানো সম্ভব।
প্রথমেই চেষ্টা করুন কিছু সাধারণ সমাধান –
রাউটার রিস্টার্ট করুন: প্লাগ খুলে ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার চালু করুন। এতে অনেক সময় ছোটখাটো ত্রুটি সমাধান হয়।
ফোন রিস্টার্ট দিন: স্মার্টফোন বন্ধ করে আবার চালু করলে অনেক অদৃশ্য সমস্যার সমাধান হয়ে যায়।
ওয়াই-ফাই অন–অফ করুন: সেটিংসে গিয়ে কয়েক সেকেন্ড ওয়াই-ফাই বন্ধ রেখে আবার চালু করুন।
ডাটা টেস্ট করুন: মোবাইল ডাটা চালিয়ে দেখুন স্পিড ঠিক আছে কি না। যদি মোবাইল ডাটায় গতি ভালো হয়, তাহলে সমস্যাটা আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে।
সিগনাল শক্তিশালী করুন
রাউটারের কাছে থাকুন: যত দূরে থাকবেন, সিগনাল তত দুর্বল হবে।
রাউটার রাখুন খোলা জায়গায়: দেয়াল বা আসবাবপত্রের আড়ালে না রেখে মাঝামাঝি উঁচু জায়গায় রাখলে সিগনাল ভালো পাওয়া যায়।
এক্সটেন্ডার সিস্টেম ব্যবহার করুন: বড় বাড়ি বা একাধিক ফ্লোরে থাকলে এগুলো ব্যবহার করলে সব জায়গায় সমান সিগনাল পাওয়া যাবে।
ইন্টারফেরেন্স কমান
অন্যান্য ডিভাইস দূরে রাখুন: মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন কিংবা বেবি মনিটরের মতো ডিভাইস অনেক সময় ওয়াই-ফাই সিগনালে বাধা দেয়।
৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করুন: ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে ভিড় বেশি থাকে। আপনার ফোন সমর্থন করলে ৫ গিগাহার্টজ বেছে নিন।
নেটওয়ার্কে ভিড় নিয়ন্ত্রণ করুন
হেভি ইউজ কমান: একসাথে সবাই যদি ভিডিও স্ট্রিম করে, গেম খেলে বা বড় ফাইল ডাউনলোড করে, তবে নেট স্লো হবেই। প্রয়োজনে ইন্টারনেট প্ল্যান আপগ্রেড করুন।
পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলুন: কফিশপ বা এয়ারপোর্টে ভিড়ের কারণে নেটওয়ার্ক খুব স্লো হয়। সেখানে মোবাইল ডাটা ব্যবহার করা ভালো।
আইওটি ডিভাইস ম্যানেজ করুন: স্মার্ট টিভি, ক্যামেরা, সেন্সর ইত্যাদি বেশি থাকলে সেগুলো প্রচুর ব্যান্ডউইথ খরচ করতে পারে।
ফোনের সেটিংস দেখুন
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন: অনেক অ্যাপ অজান্তেই ডাটা খরচ করে।
সফটওয়্যার আপডেট দিন: ফোন বা অ্যাপ আপডেট না থাকলে স্পিড কমে যেতে পারে।
ক্যাশ ক্লিয়ার করুন: অ্যান্ড্রয়েডে Settings > Apps > Clear Cache এবং আইফোনে Safari বা অ্যাপ ডেটা ক্লিয়ার করুন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য
ব্যাটারি সেভার বন্ধ করুন।ডাটা সেভার অপশন অফ করুন।
আইফোন ব্যবহারকারীদের জন্য
ওয়াই-ফাই নেটওয়ার্ক ‘Forget’ করে আবার কানেক্ট করুন।
Settings > General > Reset > Reset Network Settings থেকে নেটওয়ার্ক রিসেট করুন।
Location Services থেকে Networking & Wireless বন্ধ করতে পারেন।
আরো যা করতে পারেন
ভিপিএন ব্যবহার করলে সাময়িকভাবে বন্ধ করে টেস্ট করুন।
রাউটার অনেক পুরনো হলে নতুন রাউটার কেনা জরুরি।
প্রয়োজনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন।
স্পিড টেস্ট অ্যাপ দিয়ে সমাধানের পর গতি যাচাই করে নিন।
স্লো ওয়াই-ফাই বিরক্তিকর হলেও সহজ কিছু টিপস মেনে চললেই সমাধান পাওয়া সম্ভব। রাউটার বা ফোন রিস্টার্ট থেকে শুরু করে সঠিক জায়গায় রাউটার বসানো, ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা কিংবা ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার- সব মিলিয়ে আপনার নেট আবার দ্রুত হয়ে উঠতে পারে। তবুও সমস্যা থেকে গেলে নতুন রাউটার বা ভালো ইন্টারনেট প্যাকেজ বিবেচনা করতে হবে।