রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



ঝুঁকিতে রাঙ্গাবালী
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝুঁকিতে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে স্থায়ীভাবে মেরামত না হওয়ায় গত কয়েক বছর ধরে অরক্ষিত রয়েছে উপজেলার চরমোন্তাজ, বড়বাইশদিয়া ও চালিতাবুনিয়ার বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় আইলা, সিডর, আম্পান ও মহাসেনসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো অকার্যকর হয়ে গেছে। সিগন্যাল হলে আতঙ্কে থাকেন ওইসব এলাকার কয়েক হাজার মানুষ। ঘূর্ণিঝড় হলেই পানি উন্নায়ন বোর্ডের কর্মকর্তারা এ অরক্ষিত বাঁধগুলো মেরামতের কথাও বলেন। কিছু কিছু বাঁধ মেরামতও হয়। কিন্তু স্থায়ীভাবে উপকূলীয় বেড়িবাঁধ মেরামত হয় না বলে অভিযোগ উপকূলীয় এলাকার মানুষের।

চালিতাবুনিয়া বাসীদের অভিযোগ, সঠিকভাবে বেড়িবাঁধ মেরামত হয় না। একটু কাজ হলে আবার বন্ধ থাকে। এতে আমাদের কোনো লাভ হয় না। সরকারি টাকা কেবল জলেই চলে যায়। স্থানীয়দের কোনো উপকারে আসে না। সে কারণে উপকূলীয় বেড়িবাঁধগুলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। তারা আরো জানান, চালিতাবুনিয়া ছয় কিলোমিটার বেড়িবাঁধের কাজ করার কথা। কিন্তু তারা কিছু কাজ করে বাকি কাজ শেষ না করেই চলে গেছে।

রাঙ্গাবালী উপজেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, রাঙ্গাবালী উপজেলার উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ১৮৯ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে। রাঙ্গাবালী উপজেলায় সাতটি পোল্ডারের অধিক ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধের জরুরি মেরামত কাজ চলমান রয়েছে। এর মধ্যে পোল্ডার নং ৪৯, চালিতাবুনিয়া ইউনিয়নে ছয় কিলোমিটার বেড়িবাঁধের রিপিয়ারিং কাজ শেষ হয়েছে। এছাড়া চালতাবুনিয়া, লতারচর এলাকার অধিক ঝুঁকিপূর্ণ স্থান আমাদের পর্যবেক্ষণে রয়েছে। তবে চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার এলাকায় ভাঙন বেশি হওয়ায় জরুরি ভিত্তিতে ২৭০ মিটার বেড়িবাঁধ রিপিয়ারিং করা হয়েছে। এছাড়াও চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিত এলাকায় আরো এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের অনুমোদন পেয়েছি।

জলবায়ু বিরূপ প্রতিক্রয়া, লবণক্ততা, সামুদ্রিক ঘূর্ণিঝড়, সিডর, আয়লা, মহাসেনের মতো প্রাকৃতিক দুর্যোগের সমস্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের অর্থ বরাদ্দ না থাকায় মারাত্মক হুমকির মধ্যে রয়েছে উপকূলীয় মানুষ।

অনুুসন্ধানে জানা যায়, প্রায় দুই যুগ আগে সামুদ্রিক ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন রক্ষার জন্য সরকার এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় বেড়িবাঁধ ও উন্নতমানের রেগুলেটর স্লুইসগেটের কাজ শেষ করে। বর্তমানে সংশ্লিষ্ট বিভাগের অর্থ বরাদ্দ না থাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও রেগুলেটর স্লুইসগেটগুলো অকার্যকর ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। প্রায় ১০ হাজার প্রান্তিক জনগোষ্ঠী কৃষিকাজে পানি না পেয়ে দুশ্চিন্তায় দিন-রাত পার করছেন। সরকার ও আন্তর্জাতিক পর্যায়ে পানি উন্নয়ন বোর্ডে অর্থ বরাদ্দ দিলে উপকূলীয় জনসাধারণের জীবন ও কৃষিসম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, এ বছর আমাদের হাতে কোনো বরাদ্দ নেই। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়নকে গুরুত্বপূর্র্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে একটি প্রকল্প দেওয়া হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ কলসালটেন্ড এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা পর্যবেক্ষণ করছেন। আশা করছি শিগগিরই প্রজেক্ট অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে অকার্যকর রেগুলেটর স্লুইসগেট এবং ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ করার প্রক্রিয়া শুরু করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »