বৃহস্পতিবার ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে ফিরছেন মাহিয়া মাহি
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ৩:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে ফিরছেন মাহিয়া মাহি

বিডি ২৪ অনলাইন নিউজ: প্রায় এক দশক পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের নতুন সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি, যা পরিচালনা করবেন সৈকত নাসির।

ফেইসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে ‘অগ্নি-২’ সিনেমার পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা ‘অগ্নি’ না, কারণ অগ্নি ছিল প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হল বেঁচে থাকার সংগ্রামের সিনেমা। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, “‘অন্তর্যামী’ সিনেমার গল্প মাহি ও নয় বছরের শিশু মাবশুকে ঘিরে তৈরি হবে।”আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হবে সিনেমাটির শুটিং। এরপর শুটিং হবে থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। প্রথম সিনেমার সাফল্যের পর এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

তবে ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হলে মাহি প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে যান এবং পরবর্তী সময়ে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ শুরু করেন। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পর ২০২৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে ফেরার কথা ছিল তার, কিন্তু প্রযোজকের সঙ্গে মতবিরোধের কারণে সেই কাজটি শেষ হয়নি।

সম্প্রতি শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় মাহিকে। তবে ‘অন্তর্যামী’ দিয়েই মূলধারার সিনেমায় তার পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতের মাঝে থাকা ডুরান্ড লাইন,দীর্ঘদিন ধরেই চলে আসছে বিতর্ক   বিতর্কিত প্রকৌশলী ইকবাল কবিরের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক   কালচারাল অফিসার অসিত বরন পালিয়ে গেল গভীর রাতে   বরিশালের এলজিইডি নির্বাহী প্রকৌশলী আতিকুল’র সঙ্গে বন্ধু ফুলকাম বাদশার স্ত্রীর পরকীয়ার অভিযোগ   মা ইলিশ বাঁচাতে জলকামান ব‌্যবহার   সুনামগঞ্জের ছাতকে সোনাই নদীর বালু লুটে প্রভাবশালী সিন্ডিকেট   বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে   পালিয়ে যেতে পারে বরিশাল শিল্পকলার অসিত বরন দাশ   আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের   জাতীয় নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে:সিইসি   বরিশাল শিল্পকলার সেই বিতর্কিত অসিতকে এবার ব্রাহ্মণবাড়িয়াতে বদলি   কুমিল্লা শিক্ষাবোর্ড: ইংরেজি ও উচ্চতর গণিতে ভরাডুবি   বাউফলে শিক্ষক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা   টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Translate »