বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে ফিরছেন মাহিয়া মাহি
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ৩:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে ফিরছেন মাহিয়া মাহি

বিডি ২৪ অনলাইন নিউজ: প্রায় এক দশক পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের নতুন সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি, যা পরিচালনা করবেন সৈকত নাসির।

ফেইসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে ‘অগ্নি-২’ সিনেমার পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা ‘অগ্নি’ না, কারণ অগ্নি ছিল প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হল বেঁচে থাকার সংগ্রামের সিনেমা। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, “‘অন্তর্যামী’ সিনেমার গল্প মাহি ও নয় বছরের শিশু মাবশুকে ঘিরে তৈরি হবে।”আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হবে সিনেমাটির শুটিং। এরপর শুটিং হবে থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। প্রথম সিনেমার সাফল্যের পর এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

তবে ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হলে মাহি প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে যান এবং পরবর্তী সময়ে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ শুরু করেন। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পর ২০২৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে ফেরার কথা ছিল তার, কিন্তু প্রযোজকের সঙ্গে মতবিরোধের কারণে সেই কাজটি শেষ হয়নি।

সম্প্রতি শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় মাহিকে। তবে ‘অন্তর্যামী’ দিয়েই মূলধারার সিনেমায় তার পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত
Translate »