মঙ্গলবার ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের চরকাউয়ায় বিএডিসির খাল খনন কাজে ব্যাপক অনিয়ম
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের চরকাউয়ায় বিএডিসির খাল খনন কাজে ব্যাপক অনিয়ম

বরিশাল অফিস : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন বরিশাল–ভোলা–ঝালকাঠি–পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের চরকাউয়া ইউনিয়নে খাল খননের কাজ এখন ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চরমভাবে প্রশ্নবিদ্ধ। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষকের পানি সংকট দূর করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা। কিন্তু বাস্তবে সেই প্রকল্পই এখন পরিণত হয়েছে একটি প্রভাবশালী মহলের ব্যক্তিস্বার্থ রক্ষার হাতিয়ারে।

২০২৪–২৫ অর্থবছরে চরকাউয়া ইউনিয়নের কাউয়ারচর মৌজায় ২ কিলোমিটার স্বনির্ভর খাল খননের কাজ অনুমোদন পায়। প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বিএডিসি বরিশাল নির্মাণ জোন। ঠিকাদারি কাজ পায় মেসার্স আজমাইন এন্টারপ্রাইজ, ৩০৭/১ মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা। প্রকল্পের নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মূল ম্যাপ ও নকশা অনুযায়ী খাল খনন করতে হবে।

এই খাল খননের মাধ্যমে দীর্ঘদিনের পানি সংকটে থাকা হাজার হাজার হেক্টর কৃষিজমি সেচের আওতায় আনার কথা ছিল। প্রশাসনের উচ্চপর্যায়ের পরিদর্শনের পরই এই প্রকল্প অনুমোদন পায়। কৃষকের মুখে হাসি ফোটানো এবং কৃষি উৎপাদন টিকিয়ে রাখার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়।

কিন্তু কাজ শুরু হতেই বেরিয়ে আসে ভিন্ন চিত্র। অভিযোগ উঠেছে, মূল ম্যাপ অনুসরণ না করে পরিকল্পিতভাবে খালের গতিপথ পরিবর্তন করা হয়েছে। যেসব জমির ওপর দিয়ে ম্যাপ অনুযায়ী খাল যাওয়ার কথা, সেসব জমি ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে অন্য সাধারণ কৃষকের জমির ভেতর দিয়ে খাল কাটা হচ্ছে। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ কৃষকরা।

এই অনিয়মের মূল নেপথ্যে রয়েছেন চরকাউয়া ইউনিয়নের প্রভাবশালী ২নং ওয়ার্ডের সাগর মেম্বার। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, তার সরাসরি নির্দেশেই খাল খননের দিক পরিবর্তন করা হচ্ছে। ম্যাপ অনুযায়ী সাগর মেম্বারের নিজের জমির ওপর দিয়ে খাল প্রবাহিত হওয়ার কথা থাকলেও তা এড়িয়ে পাশের জমিতে খনন চালানো হচ্ছে।

জানা গেছে, আওয়ামী লীগ শাসনামলে সাগর মেম্বার প্রায় ১০০ শতাংশ জমি কিনে সেখানে প্লট ব্যবসা শুরু করেন। ওই জমির মধ্য দিয়ে খালের অস্তিত্ব থাকলেও তিনি খাল দখল করে নিজের উদ্যোগে একটি কালভার্ট নির্মাণ করেন এবং সীমানা প্রাচীর গড়ে তোলেন। মূল ম্যাপ অনুযায়ী খাল খনন হলে সেই কালভার্ট ও স্থাপনা খালের ভেতরে পড়ে যাওয়ার কথা। এই কারণেই খাল ঘুরিয়ে অন্যের জমির ভেতর দিয়ে কাটার অভিযোগ উঠেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সাব-কন্ট্রাক্ট নেওয়া একটি চক্র এই অপকর্ম বাস্তবায়ন করছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের নকশা ও নির্দেশনা উপেক্ষা করে সাগর মেম্বারের জমি রক্ষায় প্রকল্পের কাঠামো বদলে দেওয়া হচ্ছে। এতে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি প্রকল্পের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

সাগর মেম্বারের বিরুদ্ধে অতীতেও নানা অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জমি দখল, পরিবহন স্ট্যান্ড দখলসহ একাধিক অনিয়মের অভিযোগ এলাকাজুড়ে আলোচিত। রাজনৈতিক মামলায় কারাভোগের পর মুক্ত হলেও এলাকায় তার দাপট কমেনি। বরং রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করে চলেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, কৃষকের স্বার্থে নেওয়া একটি সেচ প্রকল্পকে ব্যক্তি সাগর মেম্বারের জমি ও অবৈধ স্থাপনা রক্ষার হাতিয়ার বানানো হয়েছে। খাল খননের নামে কৃষকের জমি কেটে নেওয়া হলেও প্রকৃত উপকার পাচ্ছেন না প্রকৃত কৃষকরা।
এ ব্যাপারে খাল খননের সাব কন্ট্রাক্টর রাহাত জানান,সাগর মেম্বারের জমির ওইখান থেকে একটু ভুল হয়েছে।পরবর্তীতে আমরা ঐখান থেকে কাটবো।

এই অবস্থায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন। তারা চান, মূল ম্যাপ অনুযায়ী খাল খনন, সাগর মেম্বারের ভূমিকা তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। অন্যথায় কৃষি উন্নয়নের নামে চলমান এই প্রকল্প ভবিষ্যতে আরও বড় দুর্নীতি ও দখলবাজির দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
এ ব্যাপারে চড়কাউয়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শুনেছি খাল খননে অনিয়ম হয়েছে।তবে কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »