মঙ্গলবার ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ
প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ

বিডি ২৪ নিউজ অনলাইন:  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আদালতের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ভরপাশা মৌজার ৪ শতাংশ জমি নিয়ে চলমান দেওয়ানি মামলার মধ্যেই নির্মাণ কাজ চালাচ্ছেন তারা।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার ৮নং ভরপাশা গ্রামের মো. আবদুল কাদের মোল্লার ছেলে স্থানীয় বাসিন্দা সামসুল হক মোল্লার জে.এল. ৪৬, ভরপাশা মৌজার এস.এ. ৪৩ নং খতিয়ানভুক্ত হাল দাগ ৫৮২, ৫৮৩, ৫৭০৩, ৫৭০৪, ৫৭০৫ ও ৫৭০৬-এর আংশিক ২.৪৭ একর ভূমির মধ্যে বি.এস. খতিয়ান ২৬৮৭ ও দাগ ৬৭৬৬ এর অধীনে থাকা ৪ শতাংশ জমিতে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগে বরিশালের জেলা প্রশাসক সহ ১০ জনকে বিবাদী করে দেওয়ানি মামলা নং ২৭/২০২৫ দায়ের করেন।

এ মামলায় বাকেরগঞ্জ সহকারী জজ আদালত গত ২৪ সেপ্টেম্বর উক্ত জমিতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের এ আদেশ অমান্য করে ওই জমিতে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় ভায়োলেশন মামলা নং মোৎ ২৫/২০২৫ দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো ধরনের ক্ষতিপূরণ বা প্রতিশ্রুতি পূরণ না করেই ওই জমিতে সাইক্লোন সেন্টার নির্মাণ কাজ শুরু করেন। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাময়িকভাবে কাজ বন্ধ থাকলেও উপজেলা প্রশাসন পুনরায় নির্মাণ কাজ শুরু করে।

জমির মালিক দাবি করেন, উপজেলা প্রশাসনকে বারবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। বাধ্য হয়ে তারা আদালতের দ্বারস্থ হন। এ ঘটনায় এডিএম কোর্টে মামলা নং ৯৩১/২৫ দায়ের করা হলে আদালত ধারা ৪৪ এর অধীনে নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।

এ বিষয়ে জমির মালিক সামসুল হক মোল্লা অভিযোগ করে বলেন, “আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্মাণকাজ বন্ধ না করে উল্টো উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের ব্যক্তিগত সম্পত্তিতে অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। এটি আমাদের প্রতি অন্যায় ও আইন অমান্য করার শামিল।”

বিষয়টি সম্পর্কে জানতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য,ফ্যসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক মেয়র লোকমান  সামসুল হক মোল্লার জমি জোড় পুর্বক দখল করে।

 

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »