
বিডি ২৪ নিউজ অনলাইন: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রাতে পৌনে ১০টার দিকে শীর্ষনিউজ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান আদনান।
এদিকে, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজও তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছে। আজ (১৮ ডিসেম্বর) রাতে ৯টা ৪৩ মিনিটে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।