পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থান থেকে মস্তক বিহীন একটি লাশ উদ্ধার করছে ঈশ্বরদী থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কবরস্থান কমিটির লোকজন বিষয়টি জানতে পেরে ঈশ্বরদী থানা পুলিশ ও সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায়। ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ঘটনাস্থলে যায় এবং পরিদর্শন করেন। উদ্ধারকৃত মরদেহ জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ফজিলা খাতুন (৮৫) বলে নিশ্চিত করেছে তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসের (৩১ অক্টোবর) মারা যায় ফজিলা খাতুন। ঐ দিনই পরিবারের লোকজন’সহ সামাজিক ভাবে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। দুই সপ্তাহ পর কে বা কাহারা কবরস্থান থেকে কবর খুড়ে ফজিলা খাতুনের লাশের মাথা কেটে নিয়ে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারন ডায়েরি করা হলে লাশটি পুনরায় আবার দাফন করা হবে।
তবে এ ঘটনার সাথে কারা সম্পৃক্ত তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।