কুষ্টিয়ার পাঁচ রাস্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ ৬ই ডিসেম্বর, সকাল ১০টা ৩০ মিনিটে বনপাড়া পৌরসভা গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ ,পৌর আওয়ামীলীগ ,ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেনের এর নেতৃত্ব উপজেলা আওয়ামীলীগের সকল ইউনিয়ন ও সকল ওয়ার্ড,থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে কুষ্টিয়ায় গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষ্কর্য ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিল বনপাড়া শহর প্রদক্ষিণ শেষে পৌর গেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সমাবেশে মোয়াজ্জেম হোসেন বাবলু সঞ্চালনায় বক্তৃতা করেন লালপুর বাগাতিপাড়া সংসদ শহিদুল ইসলাম বকুল এমপি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বনপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজি আব্দুল্লাহ বড়াইগ্রাম ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান ও সাবেক সাধারন সম্পাদক শফিকুর রহমান, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শাকিব সোনার সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস যুবলীগ নেতা শাহিন সোনার ও আরো অনেকেই।
ধর্মকে পুজি করে যারা বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানে পরিনত করতে চায়, তাদের আর এক চুলও ছাড় দেওয়া হবে না”। সেই সাথে কুষ্টিয়ার নেক্কার জনক ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ভবিষ্যতে কেও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সাহস না পায় তাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতা কর্মীরা।